হয়ত সবাই জানবে যা ঠিক তাকে ভুল,
জানুক আর বলেই বেড়াক আমি শুনবো শুধু।
হয়ত আমার চলার পথকে অভিশাপ ভেবে কেউ আসবেনা পিছু,
বিজন হোক কোলাহলের পথ পায়ের চিহ্ন না পরুক নই আমি চিন্তিত।।
যদি সবাই বলে লক্ষ্যচুত চলি আমি নিয়ম ভাঙ্গি স্বার্থে,
আমি না হয় শুনেও বধির বেশে অবিরত চলতেই থাকবো।
সামাজিকতা রক্ষার্থে যদি বাঁধা আসে হতে দিক-বিদিক,
আমি না হয় প্রতিবাদের ভাষাই ভুলে যাব রবো সদা নিশ্চুপ।।
অভিশাপ আর কলংক যদি নামটাই মুছে দেয় তবে দিকনা,
ভয় নেই হারাতে রাজী; সব খ্যাতি হোকনা অখ্যাতিতে রূপান্তর।
হয়ত মানব মন হতে ঘৃণায় ঘৃণায় হারাবো সব অধিকার,
হতে যদি হয় ক্ষুধিত পাগল ঘুরতে রাজি অজানা অচেনা পথে।।
শুধু হে বিধাতা, আর্জি এই একটাই বাঁচিয়ে রেখো আমার দু'টি আঁখি,
পলক তুমি কেড়ে নিও বিভু শুধু যেন চেয়েই তারে দেখি।
কোন দুঃখ রবেনা যদি তার ভলবাসায় পূর্ণ থাকে এ মন,
শতবার পরাজয় সয়েও ভালবাসবো তারে প্রতিক্ষণ।।
যদি এ ধরার কোথাও স্থান নাহি পাই তাকে হৃদয়ে বাঁধার তরে,
এতটুকু স্বর্গে দিও ঠাঁই শুধু যেন পারি রাখতে রক্ষিত তারে।
হোক বিফল সব পাওয়া যদি বুঝিতে পারি আজীবন তারই রবো,
তাকে ভালবাসার তরে না হয় এভবে আমি নিন্দিতই হবো।।
০৩-০৩-২০১৫