কতদিন হবে...?
খুব বেশি নয় তবে ক্ষণকালও বলা যায়না তাকে,
সহস্রকালের স্বপ্ন আঁকার সময় কল্পনাতে হলেও যে তা অল্প নয়।
দীর্ঘ একটা পথ বসে দু'প্রান্তে দুজন কল্পনায় ভাবা যায় একসাথে চলার ইচ্ছায়,
তবে সেই কল্পনাকে কি আর কখনো ক্ষুদ্রতম ইচ্ছা বলে প্রমান করা যায়?।।
নিশি যখন নিরবতায় রূপ নেয় হারিয়ে দিনের সব কোলাহল,
দু'টি হৃদয় জাগরনে থাকে ভেবে ভবিতব্য আসক্তির তাজমহল।
বলোনা কভু ভাঙ্গবে বিভু মোদের এই পবিত্রতম বাসনার আশয়,
যেন সব বিফল হবে পৃথিবীটা থেমে যাবে জয়ের সমার্থক হবে পরাজয়।।
আত্মার বন্ধনে বেধে বেঁচে থাকার চিরন্তন আশ্বাস থাকবো সর্বদাই পাশে,
যত ঝড় বা বাঁধা আসুক সব নস্যাৎ হবে এহেন প্রেম বন্ধনের অগ্রে এসে।
যেন সময়ের প্রতিপাদক অসময়েও দেয় মধুময়তার দোলা,
কেমনে বলো আমার জীবন হবেগো সূখের তোমাকে যাবে ভোলা?।।
বসন্তদূত গেয়ে যায় যেন বাদল দিনেও সেই সুর মোহময় সেই গান,
চৈত্র বেলাতেও দক্ষিনা হাওয়ায় উড়ুউড়ু করে মন জুড়ায়ে দেয় প্রাণ।
হঠাৎ করে না বলে মোরে চললে যে তুমি কোন সে অজানায়,
আশাগুলো সব আঁধার হয়ে একাকী আজ রাত্রী কেঁটে যায়।।
বিশ্বাস তুমি করে জাগ্রত শতবার হে প্রিয়া হারালে আজ কোথায়?,
ইতিহাস হয়ে ছন্দে আনন্দে কষ্টের কাব্য আজীবন রবে সাদা ওই পৃষ্ঠায়।।
১১-০২-২০১৫