তোমার কাজল কালো চোখ দু'টো আজও চেনা মোর কাছে,
শুধু অচেনা হয়েগেছে তোমার সেই মায়াময় দৃষ্টি।
মিষ্টি মধুময় তোমার কণ্ঠস্বর আজও খুব কাছের চেনা,
অচেনা হয়েগেছে শুধু তোমার কথাগুলো অন্যরকম ভাবে।।

গোলাপের পাপড়ির মত তোমার ঠোঁটের হাসি আজও আছে,
সেই আগের মত নেই তোমার হাসির উদ্দেশ্য আর কারণ।
দখিনা বাতাসে তোমার সুক্ষ্ম কেশ আজও ঢেউ খেলে যায়,
তবে কথা বলেনা আমার সাথে ভাবে মোরে অচেনা।।

তোমার গালের তিলকটা আজও বাড়িয়ে দেয় সেই চেনা সৌন্দর্য,
তবে আমি দৃষ্টি দিতেই সে অদৃশ্য হয়ে যায় অচেনা চাঁদের মত।
তোমার আলতা পায়ে হাঁটায় নুপুরের যে ছন্দটা তা আজও চির চেনা,
তবে তা আমায় দেখে নিশ্চুপ হয়ে যায় যেন আমি বড় অজানা অচেনা।।

উপত্যকার মত তোমার সিঁদি আজও সম্মুখে উন্মুক্ত অতি চেনা,
তবে তা অন্য অচেনা কারো জন্য দৃশ্যমান হয় তারার মত।
তোমার শিঞ্জন আজও সেই চেনা তালেই বেজে যায়,
তবে তা অন্যকারো ঘুম ভাঙ্গায় আমি অচেনা বলে চিরকালের।।

অভিমানের ব্যথায় আজও কাজল ধুয়ে জল আসে,
অধিকৃতের মত আজও রাগের বকুনি দাও তবে মোরে নয়।
অবেলায় অপেক্ষার প্রহর গুনো অন্যকারো প্রতিক্ষায়,
অচেনা আমি আমার জন্য নেই কোন অবসর তোমার।।

কত কাছের চির চেনা আমি আজ বড্ড অচেনা তোমার,
যে সময়গুলো আজও চেনা মনে হয় দিগন্তের দূরে তা।
চেনা অচেনার এই খেলায় আমি পরাজিত চির ধৃত,
চির চেনা তোমার কাছে অচেনা আমি কষ্টে জাগ্রত।।

১০-০৯-২০১৬