সেদিন ছিল বসন্ত আমি হাঁটছিলাম মেঠো পথ ধরে,
তুমি সাদা শাড়ি গায়ে দাড়িয়ে ছিলে শিমুল গাছের পরে।
মাতাল হাওয়া ছড়িয়ে ছিল কিছু জানা অজানা ফুলের গন্ধ,
আমি তোমায় দেখে তখন হয়েছিলাম মুগ্ধ।।
তোমার চোখদুটি মনে হয় কিছু বলতে চেয়েছিল আমায়,
আমারও কি যেন বলার ছিল মিষ্টি হেসে তোমায়।
তা গাছের কুকিল কিছুটা বলছিল গানের মিষ্টি সুরে,
আমি শুনেছি সে কথা বাতায়নও বলছিল মোরে।।
আমি অপলক চোখে দেখছিলাম তোমায় দুটি চোখ ভরে,
হঠাৎ করেই তুমি দৃষ্টি ফিরিয়ে নিলে বহু দূরে।
ইচ্ছা ছিল বাতাবি নেবুর ফুল দেই তোমায় মুঠো ভরে,
ইচ্ছা ছিল একটি জবা ফুল দেই তোমার খোপার তরে।।
যেন থামছিলনা দুষ্টু কোকিলের গানের মিষ্টি সুর,
আমি বুঝতে পারছিলাম না সেকি ছিল দুপুর,সন্ধ্যা,বিকেল নাকি ভোর...???
১৩-১০-২০১৪