সত্যিই ভালোবাসা বর্ণহীন,
তবুও ভালবাসা অনেক রঙ্গিন।
ভালোবাসা গোলাপের লাল,
স্বপ্ন যাত্রার জেগে উঠা পাল।।
ভালোবাসা হৃদয় মাঝে স্বর্গ সুধা,
অনাবিল শান্তির পরশে না বলা কথা।
সকালের স্নিগ্ধতা আর বিকেলের গোধূলি মাখা,
ভালোবাসা জন্ম থেকে জন্মান্তর না পাওয়ার ব্যথা।।
ভালোবাসা তুমি তৃষ্ণিত প্রানের জল,
তুমি অমরত্ত্বের উৎসাহ আর বেঁচে থাকার বল।
তুমি মরুময় প্রাণে জাগাও বসন্ত,
তুমি জেগে রও যুগ যুগ ধরে অনন্ত।।
যদি তুমি না থাকতে এই ভুবনে,
তবে সুখ যে কি ভাবাও হতোনা স্বপনে।
তুমি অচেনারে করো চেনা জানাও অজানা,
তুমি রয়েছো বলে আজো মন থেকে মনে জাগে মোহনা।।
১৪-২-১৫