এখন অনেক রাত কেউ জেগে নেই,
আমি আধারের সঙ্গী হয়ে জেগে আছি।
নীরবতার সুতোয় জাল বুনছি,
স্মৃতির দেয়ালে আঁকছি ছবি।।

কতটা স্বপ্নিল মূহুর্ত কেটে গেছে দুঃস্বপ্নের মত পুড়ে,
নয়নের অশ্রু সঙ্গ দিয়েছে একাকীত্বের প্রহরে।
না এসেই চলে গেছে যেন জীবনের হর্ষ,
বিষাদময় কবিতার ভাবটা অনুক্ত রয়েছে ধরে সহস্র।।

কেউ নেই যে বুঝবে হৃদয়ে বিরাজিত কাছে না পাওয়ার আর্তনাদ,
কত দিন কতটা সময় এভাবেই নিরাশায় শেষ হয়েছে তা অজানা।
বার বার মনের পাথারে আন্দোলিত হয় কিছু স্পর্শ,
ক্ষণিক সময়ের তরে আসা শিশির বিন্দুর মত।।

সেই সময় যেন প্রতিবার ফিরে এসে চলে যায়,
কেন এতটা আপ্লুত হই সেই গল্পের উপসংহারে।
কি ভাবাবিষ্ট ছন্দ নিয়ে তা বেজে উঠে আজও,
যেন শেষ হয়নি সূচনার মাঝেই পরে আছে তা।।

ফেলে আসা পথের শুরুটা আজও খুব স্পষ্ট,
কখনো তা মলিন হবার নয় জীবন্তই রবে সর্বদা।
কোন একটা সময় যখন পাখিরা পথ হারিয়ে ছোটে ভ্রান্ত,
প্রজাপতিগুলো সুভাষ না খুঁজেই বাড়ি ফিরে।।

কেন এমনটা হয়ে ছিল কেনইবা আজ এমনটা হল,
না প্রশ্ন করবোনা আর তার চলে যাওয়ার তরে।
উত্তর একটিই শুধু এর জন্য দায়ী অল্প বিস্তর ললাট,
শেষ প্রশ্ন রয়ে যায় তবু আজও তবে কেন এসেছিলে আঁধারের সান্নিধ্যে।।

১১-১২-২০১৫