অজানা গন্তব্যের সীমাহীন পথে,
হাঁটছি দুজন এক সাথে।
কোথায়ও এর শেষ নেই,
সীমাহীন দিগন্তপ্রসারী পথ।।
বলি তোমায় ফিসফিসিয়ে,
তুমি কি চাও এর সমাপ্তি ?।
তুমি আমাকে ধাম করে বললে না না না,
আমিও তাই চাই হোক যাত্রা অনন্তকাল।।
কোথাও এতটুকু ক্লান্তিবোধ নেই,
বিশ্রামেরও প্রয়োজন মনে হয়না।
হয়না কভূ কণ্ঠে তৃষ্ণার আর্তনাদ,
ভালোবাসার অমৃতরস পেয়েছি দুজন আগেই।।
কখনো সন্ধ্যার স্পর্শ আসবেনা এই যাত্রায়,
কোন কাল নেই বসন্ত ছাড়া এই যাত্রার।
দু'ধারের ফুলগুলো মাতাল পবনের সাথে নৃত্যেমগ্ন,
অট্টহাসিতে মেতে আছে কলমি লতা।।
পথের বুকে যেন শুধু লাল পাপড়ি ছড়ানো,
মাঝেমাঝে ঝড়া পাতা পালকের মত পরে আছে।
আকাশের ওই শঙ্খ চিলও দেখেছে তোমায় আমায়,
আড়ালে থাকা শালিখের দৃষ্টিও এদিকেই সর্বদা।।
এই পথ অন্যসব পথ থেকে বিস্তৃত,
শুধু ভালোবাসার পরশ থাকায়।
পৃথিবীর পথ মনে হয়না এমন,
পথচারী মোরা ভালোবাসার পথটিও ঠিক তেমন।।
লক্ষ্যে অলক্ষ্যে তোমার হাত ছুঁয়ে দিচ্ছিলাম বারংবার,
তুমি বাঁধার বদলে কিছুটা সায় দিচ্ছিলে।
মাঝেমাঝে চোখের অপলক দৃষ্টিতে,
তোমার ভালোবাসা মাখা ঠোট জোড়া দেখছিলাম।।
হঠাৎ একটু থমকে দাঁড়ালে তুমি,
আমার ঠিক সামনাসামনি এসে।
কিছু একটা আমাকে দিতে চাইলে আমিও নিলাম,
শুধু সাক্ষী এই অনন্তযাত্রার পথ।।
১০-১২-২০১৫