জয়বাংলা আমার স্লোগান,
বঙ্গবন্ধু আমার জাগ্রত প্রাণ।
একাত্তর আমার চেতনা,
মুক্তি আমার বন্দনা।।
জিয়া আমার নেতা চিরন্তন,
ভাসানী ওসমানী আমার মিছিলের গর্জন।
শেরে বাংলা সোহরাওয়ার্দীর পায়ে পায়ে,
যাত্রা আমার বাংলার নদী জলে গাঁয়ে।।
তিতুমীর আমার বাহুতে শক্তি বল,
নজরুল হয়েছি আমি বিদ্রোহী অবিচল।
আমি প্রেম বাঁধি রবীন্দ্র জীবনানন্দের সুরে,
বক্ষ আমার পল্লীকবির কবিতায় আছে ভরে।।
পদ্মা মেঘনা যমুনা আমার আঁখি পাতে,
সাত শ্রেষ্ঠবীর সালাম বরকত রাঙা দুটি হাতে।
আমি চির স্বাধীন বাংলা মায়ের সন্তান,
আমি বাংলায় হাসি বাংলায় কাঁদি বাংলায় স্বর্গস্নান।।
০৬-১২-২০১৬