নিরবতার পাথারে ডুবে শেষ বিন্দু ছুঁয়ে,
বর্ণহীন কথার আবেগে পৃথিবী সাঁজিয়ে।
চোখের তারাতে জলের ধারা বয়ে,
এক অনির্বাণ শিখায় নিজেকে নিচ্ছি পুড়িয়ে।।
হতাশার সুতোয় জাল বুনে,
অনিশ্চিত প্রাপ্তির প্রহর গুনে।
আঁধারের চাঁদ আলোয় হারিয়ে,
নিন্দিত আত্মা ব্যথার চাঁদরে জড়িয়ে।।
খুঁজে যাই তারে...
২৭-০৮-২০১৫