কোন এক সকালে বকুল ফুল কুঁড়িয়ে ছিলাম,
ভালোবাসার মালা গাঁথবো বলে।
মনের আকাশের সব মেঘ বৃষ্টি করে ঝড়িয়ে ছিলাম,
কেউ একজন মনের জমিনে দাঁড়িয়ে ভিজবে বলে।।
একদিন গুমোট বিকেলে মেঠোপথে হেঁটেছিলাম,
একজন সঙ্গীর দেখা পাবো বলে।
গেয়েছিলাম আপন সুরে গান,
কেউ মুগ্ধ হয়ে শুনবে বলে।।
কোন এক জোছনাময় রাতে একাকি দাঁড়িয়ে ছিলাম,
কেউ হাত বাঁড়িয়ে ডাকবে বলে।
আলো নিভু নিভু করা সন্ধ্যায় মন খারাপ করেছিলাম,
কেউ একজন অভিমান ভাঙ্গাবে বলে।।
মনে পরে আজও কার জন্য যেন এঁকেছিলাম,
মনের দেয়ালে রঙ্গিন একটি ছবি।
ঘাস ফড়িংয়ের পিছু ছুটেছিলাম রোদ্র ঝলসিত দুপুরে,
কাউকে দিয়ে মন ভরাবো বলে।।
এইতো সেদিন হাতে তুলে নিয়েছিলাম রক্তজবা,
কারো চুলের খোপায় গেঁথে দেব বলে।
একটি শাপলাও তুলেছিলাম স্বরণ বিলের মাঝ থেকে,
কারো হাতে তুলো দেব এই আশায়।।
আজ আর কোনই আশা নেই,
সব ধূ ধূ করা বালির সাথে মিশে গেছে।
তা আজ হয়ে গেছে মরুর মরীচিকা,
শুধু শুধু যার পিছু ছুটে কোনই লাভ নেই।
কারন তা শুধুই ব্যর্থতার অপর নাম।।
০১-০৪-২০১৫