উপরে নীল আকাশ আর আমি আঁধারে,
একটুখানি সুখ পেতে সদা যাই সাঁতরে।
পেতে পথের দিশা চলি অবিরত কোন সে পথে,
শান্তির পরশ পেতে প্রহর কাটে ভাবিতে ভাবিতে।।

সুখের নৌকা ফেলেছে নোঙর ওই পারে,
কষ্টের যাত্রা নিয়েছে ঠাঁই মোর দ্বারে।
কত যে রঙিন ফুল ফুটেছে ঐ সে বাগানে,
মোর সব ফুল গেছে ঝরে সুভাষ বিহনে।।

ঐ সে গগনে বসেছে চন্দ্র তারার মেলা,
মোর গগনে অমবস্যা রয় যে সারা বেলা।
আজ ওই সে দিগন্তে জেগেছে উষার রঙিন আলো,
মোর দিগন্তে তিমির বেধেছে বাসা নিয়ে সব কালো।।

ওই দিনগুলি মাতিয়েছে বসন্ত কুকিল ডেকে,
মোর দিনগুলি গ্রীষ্মের রোদে হয়েগেছে ফিঁকে।
মোর চর জাগা ভিটা ভেঙ্গেছে জোয়ার ধারা,
হারায়ে সুখের দিশা হয়েছি সব্বহারা।।

১৭-০১-২০১৫