মানুষ তুমি হতে পারো তব বর্ণে সুন্দর,
তুমিতো নও সত্য মানুষ না থাকিলে অন্তর।
তব মাঝে যদি থাকে জাররাসম হিংসার লেশ,
তবে ভাব কি করিয়া মানুষ আছো হয়ে যে গেছো মনে পশুর বেশ।।

মানুষতো সেই জনকে বলে যার মাঝে আছে বুক ভরা ভালোবাসা,
সামর্থ্য থাকিলে মিটাইতে পার যদি অন্যজনের আশা।
যদি হও তুমি ভাবনার মাঝে শুধু নিজেকে ভাবিতে ব্যস্ত,
জেনে রেখো তবে হয়েছ তুমি নিকৃষ্ট শয়তান আস্ত।।

১০-০১-২০১৫