হয়ত পেয়েছ বিশাল আকাশ নতুন দিগন্তের ভোর,
তাইতো আজ কেঁটে গেছে আমাকে ভাবার মিছে ঘোর।
হতে পারে কেউ ভাবে তোমায় আমার থেকেও বেশি,
তাইতো আজ ভুলে গেছ থেকে তার পাশাপাশি।।

জানো কি বন্ধু ?
আজও তোমায় মনে পরে রোজ,
কেমন আছ কি করছ ইচ্ছে জাগে নিতে তোমার খোঁজ।
আজও আমি কবিতা লিখি বন্ধু তোমার নামে,
মাতাল হাওয়াতে উড়িয়ে দেই বেদনার নীল খামে।।

তোমারতো আজ হয়না সময় আমাকে ভাবার কোন,
যাকে ভাবলে সূখ পাবে তাকেই তবে ভেবো অভিযোগ নেই কোন।
আজতো আমি পর হওয়া কেউ দূরবাসী একজন,
তাকেই নিয়ে স্বপ্ন আঁকো সাঁজাও তোমার ভুবন।।

বন্ধু তোমায় ভুলবনা কভু ভুলে গেলেও তুমি,
তুমি মোর মনো মাঝে রবে জীবনসম দামী।
তোমার স্বপ্ন পাক খুঁজে বাস্তবতার আলো,
বন্ধু তুমি সুখে থেকো; থেকো অনেক ভালো।।

০৮-০১-২০১৫