আজ মেঘের প্রান্তে হারিয়ে শশী,
আঁধার মাঝে একাকী বসি।
ভাবিতেছি হারানো দিনগুলি,
মনের অজান্তে আজ নিজেরে ভুলি।।

বিলীন হওয়া সেই মধুমাখা হাসি,
চোখের কোনে উঠেযে ভাসি।
তপ্তদুপুরে পেতাম যে আবেশ,
ভাবনার ঘোরে ভাবি যেন তা হয়নি নিঃশেষ।।

সেই মায়া ভরা চাহনি আজো মনে ভাসে,
ভাবনার অন্তপুরে যেন তারে পাই খুব কাছে।
আমি বাস্তব ছেড়ে ভাবনা ধরে হারাই বহুদূর,
কি ভাবছি এসব...!
আসবেনা আসবেনা সেই প্রভাত প্রান্তের মধুর
সুর।।

কালো মেঘ ভেদিয়া কভু শশী যদি জাগো,
মোরে তবে একটু আঁদরে ডেকো।
আমি তোমারি ডাকে দেব সারা,
তোমারি সাথে বিবর্ণ আঁধার ছেড়ে মুক্ত আলোতে হব হারা।।

০৩-০১-২০১৫