ভয় হয় মোর ভয় হয়,
যদি বড় ভুল হয়।
তবে মোর সব কথা,
হবে যে হবে বৃথা।।

আমি একাকী সংগোপনে,
থাকিতে চাই দূর যোজনে।
চাই মিশিতে আঁধার মাঝে,
সমাপ্তি দিয়ে মিছে কাজে।।

০২-০১-২০১৫