দুনিয়াটা রঙের মহল হাসি ঠাট্টার খেলা,
দিনের আলোতে মজিয়া দেখি ফুরায় যে মোর বেলা।
সকাল গেল কাঁদতে কাঁদতে; দুপুর গেল রং মাখিতে।
আইসা সাঝের বেলা; শেষ হইয়া যায় খেলা।।

ডাক পরিলে উপরওয়ালার ছাড়ব দুনিয়া,
একবারও মন ভাবিল না মোর যাব কি নিয়া।
এইযে মাঝের সময় গুলি কাটলো কত কাজে,
আসল কাজ যে হইলোনা মোর জীবন বিবাদে।।

কত রঙের ঘুড়ি দেখলাম উড়তে আকাশে,
সময় হইলে চইলা আসে নাটাইয়ের কাছে।
জীবনের এই মায়ায় পরে ভুলিলাম যে তারে,
যাদের জন্য জীবন গড়ি তারাই যে পর করে।।

আর কতকাল চলবে খেলা এমন করিয়া,
সময় থাকতে ভাব ওরে মন অশ্রু ফেলিয়া।
তিক্ত সব যে ভরা ভবে মিষ্টতারই স্বাদে,
কেন তুই বুঝিসনা মন সময় থাকিতে।।

আর মন তুই হসনে পাগল রঙের মহলে,
বুঝবি কি তুই পাগল মন; ওরে সময় হারাইলে....???

২৭-১১-২০১৪