আমি দেখেছি তাকে শীতের কোন এক সকালে,
দেখেছি তাকে ফুলের সুভাষ মাখা কোন এক বিকেলে।
বসন্তের কোকিল ডাকা সেই রোদ্রদীপ্ত দুপুরে,
বৃষ্টি ভেজা কোন এক সন্ধ্যায় আমি দেখেছি তাকে।।

দেখেছি তাকে যেদিন কৃষ্ণচূড়া রক্তিম আভা ছড়িয়ে ছিল,
তাকে দেখেছি অপলক খুব কাছ থেকে।
দেখেছি তাকে শিউলি ফোঁটা কোন এক কালে,
তাকে ভেবেছি নির্ঘূম রাত জেগে।।

তবু বলতে পারিনি তাকে মনের গোপন কথা,
ফিরে এসেছি বলতে পারিনি তাকে মনের গোপন কথা।
তবু ভুলতে পারিনি আজও তাকে,
ভুলতে পারিনি তার চোখ দু'টোর কথা।।

২৪-১০-২০১৪