সকলের তরে ভালোবাসা বলো বিকাশ লবে কবে?,
মানবে মানবে এই হাহাকার মিটিবে বলো কবে?।
আমাকে দেখাও পৃথিবীর বুকে শান্তির আলোক বিন্দু,
যুগে যুগে আসিয়া নবি দেবতা বিকিয়ে ছিল যে সিন্ধু।।
রজনী কাঁটেগো ক্ষুধা লয়ে বুকে জননী মরেগো ধুঁকে,
গোলাপ ছিঁটায়ে বিদায় বাজেগো বাঁচিতে জল না থাকে।
পথের কাঙ্গাল পথে পথে ঘুরে মুদিতে চক্ষু পায়নাকো ঠাঁই,
বিশ্ব স্বামীর কথা বলো যারা তারতো ফলন আজও নাই।।
আহা!
বুকে মোর জ্বালা দুধের শিশু কাঁদিতে কাঁদিতে মরে,
চার দেয়ালের বন্দি জলসায় মধু বিলায় কেহ থরে থরে।
আশরাফুল মাখলুকাত বলিয়া গর্ব করিতে হয়না ভ্রম,
আঘাত করিতে নিজ স্বার্থে অভিনয়েতেও পরেনা দম।।
কারে বলিবো!
ওই যে দেখ নারী বলিয়া সমাজ তারে ধরে,
কান্নায় বুক ভাসে তবু জীবন ত্যাগীলেও না ছাড়ে।
যুগে যুগে তবে রয়েছিস তুই মানবতা কোন দেশে?,
গানে গানে আজ মানবতা বাজে নিরবে মরে সে পিষে।।
কোর-আন, পুরাণ, বাইবেল জানি শান্তি ছড়াতে ধরণী পরে,
সেই সবের আজ অনুসারী দাবী তবু শান্তি নাহি মনে ওরে।
পশুরও দয়া আছেগো স্বজাতিরে নাহি খায় আপন বলিয়া চিনে,
আপন ভ্রাতা পায়নাকো দয়া আপন হাতেতে মারে আপন ভ্রাতাকে ঘৃণে।।
এই জগতের জল মাটি হাওয়া দূষিত পিশাচ গন্ধে আজ,
স্বার্থ লোভেতে ন্যায়ের ফাঁসি অন্যায়ের শিরে শোভিত তাজ।
আঘাতে আঘাতে খুন ঝরে আজি রাজপথে তার আল্পনা,
ধ্বংস শুধু মহাকাল নয় চোখের সম্মুখে দেখ; নয় ঝুট নয় গল্পনা।।
নাহোক জীবনের ব্যাপ্তি আজ আর মৃত্যু চাই আজ মৃত্যু চাই,
সকলের তরে বিলাতে প্রেম আজ নবীন তোদের রক্ত চাই।
ওই সুখপথ ওই মায়া ছাড় আপনে বাহুতে যুদ্ধে চল,
ব্যবধানের সমাধি রচিব বিদায় লয়ে চলরে চল বিপ্লবে মুক্তি একসুরে বল।।
১৫-১১-২০১৬