তুমি হে বিদেশীনি আমার এ হৃদয় হতে হয়েছ গত,
তোমারও মিথ্যে সে প্রেমের জায়গা জুড়ি হয়েছে সত্য ক্ষত।
আমি হে আজও জ্বালাই ধুপ শিখা করিতে পূরণ,
মম শান্তির চাওয়া যেন জলহীন ঝিলে পদ্ম দেখা সম অকারন।।
আমি আপন ললাটের নিষ্ঠুর আঘাতে অর্ধ নয় যেন সর্ব,
মৃত আমি হিয়ার জ্বলনে জ্বলি-পুরি দিবা রাতি পর্ব।
আজ আর আমার কর্ণে আসেনা'গো ওই বসন্ত কুকিলের ডাক,
চাহিনা আমি এ আলোক ধরা; চাওয়া মোর না পাওয়ায় আঁধার পূর্ণ থাক।।
তোমার ওই সে গগনে জ্বলুক নব নব শত কোটি তারা,
আমার এ অম্বর মেঘে ছেয়ে যাক চঁন্দ্র হোকনা পথহারা।
ফাগুনের গানে আসুক তব বনে প্রজাপতি সাত রঙা,
আমি ঝরানো ফুলের মিছে পাহারায় রবো গহনে ধূসর ডাঙ্গা।।
২৮-১১-২০১৬