তোমার জন্য হে মুক্ত আকাশ তোমার জন্য হে স্বপ্ন,
একটি সূর্যের জন্য একটি উচ্ছল ফুটন্ত ফুলের জন্য আমাদের স্বাধীনতা।
শুধু প্রাণের দাবীতে মাটির গন্ধে আমরা ছুঁটেছিলাম ময়দানে,
আজ পেয়েছি হে মুক্ত আকাশ তোমাকে হে স্বপ্ন তোমাকে।।

শুধু নতুন করে বাঁচার তাগিদে প্রাণের স্পন্দন রক্ষার সংগ্রামে,
আমাদের জীবনের শক্তির সবটুকু দিয়ে অর্জিত এই স্বাধীনতা।
আজ কথা বলার অধিকার পেয়েছি মাকে ভালোবাসার অধিকার,
ধন্য আমি হে স্বাধীনতা শুধু তোমার জন্য আজ বিজয়ের গান।।

ওই সব শয়তানদের হতে মুক্ত আজ আমার এ প্রিয় ভূমি জল নদী,
আমার মাঠ ঘাট রাস্তা আজ বিহগের মত উন্মুক্ত চির স্বাধীন।
আজ পেয়েছি রাতের তারা চাঁদকে খুব কাছে হৃদয়ের পরে,
শুধু তোমার জন্য হে স্বাধীনতা পেয়েছি মুক্ত আকাশ আজ।।

১৬-১২-২০১৬