শহীদের কবরের পাশে আর কিছু নয় করে দিও ফুলের বাগান,
কারণ আমরা একদিন সব ভুলে যাবো; অথচ ফুলেরা ভুলবেনা।
মাটির গভীর থেকে শহীদের লাল রক্ত শুষে নিয়ে ফুলগুলো আরও বেশি লাল হবে,
তারপর সব প্রজাপতি, ভ্রমর আর পাখিদের কানে কানে বলবে শহীদের হৃদয়ে জমা পড়া কথা।
গানে গানে উচ্চারিত হবে সেইসব বিপ্লবী কথা সেই একই প্রতিবাদ,
সেই শব্দে আমাদের ভোর হবে তবে আমাদের ঘুম ভাঙ্গবে কি ?
আমরাতো সব ভুলে যাবো একদিন অথচ ফুলেরা ভুলবেনা।
.
২৯/০৭/২০২৪