আজও সেই তুমি আছো কল্পনায়, নেই সেই দিন,
প্রতিটা প্রহর আজও কাঁটে তোমাকেই ভেবে, সুখে বর্ণহীন।
ওই দূর হতে যেন আজও ভেসে আসে, শুনি তোমার সুর,
প্রতিচ্ছবি তোমার কল্পনায় আঁকি রাত জেগে, পার হয়ে ভোর।।
আষাঢ়ে আষাঢ়ে যেন তুমি ছন্দ, বৃষ্টির শব্দ ফোটায় ফোটায়,
শীতের সকালে আজও শিশির বিন্দু, তুমি বিশ্বস্ততায়।
তুমি সাঁজাও আজও অন্তরের পথ, রং আর রংময় সব ফুলে,
নিশিদিন তুমি স্বপ্ন আমার, পারিনা যেতে ভুলে।।
ওই হিমালয় তুমি; সুনীল তুমি, জলধ্বনি ঢেউয়ের ডানা,
যেন তুমি মিষ্টি বিহঙ্গের পালক, উড়ন্ত মেঘের দেবী শাহানা।
প্রতিটা নিঃশ্বাসের অস্তিত্বে তুমি, মনের গহীন বনো হরিণী,
ফুঁটে উঠা পদ্ম তুমি; শিউলি তুমি, প্রাণে প্রনোদিনী।।
তবে আমি অস্তিত্বহীন তোমার কাছে, শূন্য তুচ্ছ শূন্য,
তোমার চোখের বালি আমি, কল্পনায় মৃত বলে গণ্য।।
০৯-০৯-২০১৬