কতদিন হয়ে গেল যাইনা ওই নদীর ঘাটে,
এখন অবশ্য আর যাবার তাড়া নেই কোন।
মাঝে মাঝে চোখের সম্মুখে ভেসে উঠে,
এখনও সে আসে কলসি কাঁখে যেন।।

এদিকে আমার মনটা আজ আবার,
বড্ড ভারি হয়ে আছে আষাঢ়ের আকাশসম।
শুধু একটু বৈরি আবহাওয়া দরকার,
তাহলেই বৃষ্টির মত ঝুপ করে ঝরবে দু'চোখ অবিরাম।।

কিন্তু যখন তখন এখন আর মন খারাপ হয়না,
আগের মত এখন আর ওসব ভাবিনা আবেগী কথা।
আমি মুছে ফেলতে চাই কিন্তু তা পারিনা,
যতবারই হাত বাড়াই ততবারই ঝাপটে ধরে সে সেথা।।

কি অদ্ভূত জীবন, কি অদ্ভূত সময় আর নিয়ম বাজে,
আজকাল বড্ড বেশি ক্ষুধা লাগে তবু উপোস থাকতে ভালোবাসি।
প্রাণের ক্ষুধা যেখানে অপূর্ণ হয়ে আছে,
সেখানে দেহের ক্ষুধা মিটিয়ে হতে চাইনা দোষী।।

আমি যেন কেমন হয়ে গেছি বলি গোলাপ ফুলের সুভাষ মিছে,
সত্যি কি নেই নাকি আমার অনুভূতিরা মরে গেছে।
হয়ত জড় পদার্থের গুনগুলো আমার মাঝে বিকশিত হচ্ছে,
আঘাত পেলে ভেঙ্গে যাই আমি এই আমার দূর্বলতা।।

মাঝে মাঝে ছবি আঁকতে ইচ্ছে হয় রং তুলিতে,
কিন্তু ওই একটা অস্পষ্ট ছবিই যে ভেসে আসে।
আমি থেমে যেতে চাই স্থির হতে চাই মুক্তি পেতে,
এই কোলাহল হতে দূরে কোথাও সীমানার বাইরে।।

২৫-১১-২০১৬