আমায় একটু ক্ষণেও তুমি না করিও স্মরণ,
পুষ্পমাল্য হাতে মোরে কভূ না করিও বরণ।।

শুধু রেখো জেনে,
মোর প্রতি নিশি-দিনে।
তুমি আছো আমায় ঘিরে,
অনুভবে আপন বাহুডোরে।।

তুমি রয়েছো অবিরল মিশে মোর মনে,
ওই চাঁদ জাগা রাতে তোমার সনে,
জোছনা ছুঁই; স্পর্শে তোমার উষ্ণ হই,
তোমার গানের তালে নাঁচে হিয়া তা থৈ থৈ।।

৩০-১১-২০১৬