আমার এ নগণ্য হাত জোড়া শুধু তোমাকেই ছুঁতে চায়,
আমার এ বেহায়া মন শুধু তোমারই মায়াতে জড়ায়।
আমার লাজহীন চোখ দু'টো কেবল তোমারই স্বপ্ন আঁকে,
নিদারুণ বিনিদ্রিত প্রতিটি রাত তোমার অপেক্ষায় কাঁটে।।

২৬।০১।২০১৭