আমি কারো প্রেমিক হবোনা হতে চাইনা,
প্রেমহীন প্রেমিকার আগুনে হৃদয় পোড়াতে চাইনা।
নতুন একটা বিদ্রোহ করতে চাই প্রেমের বিরুদ্ধে,
নতুন করে বাঁচতে চাই প্রেমিকাদের শত্রু হয়ে।।

০৭-০২-২০১৭