একেকটা বহমান দিনের ছুটি হলে,
সন্ধ্যার শরীর ধরে বেড়ে উঠে পৃথিবীর বয়স,
সময়ের আদরে উর্বর হয় আমাদের মৃত্যুর অসুখ।
পাখিদের সংসারী ডানা ভারী হয় নীড়ের আকাঙ্ক্ষায়,
অথচ আমার হৃদয়েই জাগেনা তবু গন্তব্যের নেশা,
কেবলই জমে উঠে এই বাংলার ঘাস আর হাওয়ার মায়া।