সেদিন বিকেলে আষাঢ়ের,
নীল আকাশে রাজত্ব মেঘের।
যেন দিনের মাঝে রাতের বিশ্রাম,
ছুটোছুটি কৃষ্ণ পালকের অবিরাম।।

এইতো যাচ্ছে নীড়ে,
এক ঝাক সাদা পায়রা উড়ে।
বলাকার কোলাহল পবন জুড়ে,
আসিবে এখনি জল থৈ থৈ করে।।

খানিক বাদে নীরবতা কাঁটিয়ে,
আলোকে আঁধারের সাঁঝে মিটিয়ে।
ঝর ঝর অথবা রিমঝিম শব্দে,
আসিলো একটু শান্তির হাওয়া তপ্তে।।

ঝরিত বারিধারা মনো হলো গেহ হারা,
ছুঁটিয়ে যেন আপনাকে ঘুরি সুতো কাড়া।
অগ্নিরথে আজি নামিয়া আসিলো অভাব্য,
ঝরিতে জল হইলো রচিত মেঘ বরষার কাব্য।।

১৭-৬-২০১৪