মানব করে এই পৃথিবীর বুকে,
দিয়াছ হে ইশ্বর অগ্নিগর্ভে ঢেলে।
দেখাও কেন তবে ভয় নরকের বিবরণ এঁকে?
তৃষ্ণার্ত হিয়া কি শান্তি পাবে অগ্নিতাপের জলে???
ও'গো মানি হে মনিব সকলই জানো তবে দাওনা কেন বুঝিতে?
মনটারে পুড়ে ছাই করে দেহ কেমনে দিবে নরকে দাও না কেন শুধিতে?
ও'গো জানো তুমি দেহের ঘামে প্রাণ কাঁদে না প্রাণের কাঁদনে দেহ ঘামে,
তবে কেন প্রাণ পোড়ায়ে এই জগতে দেহ পোড়াবে ওই কালে...?
০৬-১২-২০১৬