আরও একটি বার মা'গো তোমার কোলে,
নিও ছোট্ট খোকা বলে পরম যত্নে তুলে।
দিও সারাজীবন ঠাঁই তোমার আঁচলের তলে,
জীবনতো তবেই হবে চাঁদরে মোড়ানো মখমলে।।
অনেকটা মা হয়েছি বড় শুধু তোমার ভালোবাসায়,
দেখেছি মা পৃথিবীর রূপ তোমার স্বপ্ন আশায়।
জানি শুধু তুমিই রবে এলে ঘোর আঁধার ঘনিয়ে,
মা'গো প্রতিটা পদক্ষেপে থেকো শান্ত ছায়া হয়ে।।
১৪-০৫-২০১৭