ভালোবাসা ঝরছে ঝুপঝাপ,
অবেলার এই অঝোর বৃষ্টিতে।
ভাবছি তোমায় বসে চুপচাপ,
খোলা জানালার এই ধারেতে।।

লিখছি কবিতা তোমায় নিয়ে,
নামছে রংধনু শহড় ছুঁয়ে।
কতশত কল্প আল্পনায়,
ডুবছি তোমার হাসির জোছনায়।।

হঠাৎ হঠাৎ হাত বাড়িয়ে,
বুলিয়ে ওই ব্যস্ত জল।
নিচ্ছি স্পর্শ যেন তুমিতে,
হারিয়ে আজ যাচ্ছি প্রেমেতে।।

২২-০৪-২০১৭