কাঁদতে কাঁদতে চোখ দু'টো লাল হয়ে আছে
জমাট বাঁধা রক্তের মত,
কেউ চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করেনা
চোখ দু'টো লাল কেন...?।।

সিগারেট ফুঁকতে ফুঁকতে ঠোট দু'টো কালো
হয়েগেছে অমাবস্যার আঁধারের মত,
কেউ আলতো স্পর্শ করে বলেনা ঠোট
দু'টো কালো কেন...?।।

আমি চোখ দু'টো কালো করে দিতে বলিনা,
লাল রং-এ রাঙিয়ে দিতে বলিনা ঠোট দু'টো।
শুধু চাই কেউ প্রশ্ন করুক "কি হয়েছে তোমার...?"।।

০১-০৬-২০১৬