মোর দিবস রজনী কাঁটে যেন সদা,
কার চাঁদ মুখচ্ছবি আঁকি।
স্বপন ভাঙ্গে চমকিয়া নিরবতা,
জাগি উঠি এই বুঝি সে এলো নাকি।।

কারো গোপন ভাবনায় ডুবে রই সদা,
যেন প্রাণে বাজে কার হাসি।
হামেসা কারো ছোঁয়া পাই শুনি কথা,
শত জনম ধরে কারে যেন ভালোবাসি।।

ক্লান্তি কালে লভি যেন কার ছায়া,
যেন দেয় সে হীম পরশ গায়ে মাখি।
জীবন যেন কারও সাথে জড়ায়েছে বড় মায়া,
ব্যাথা ভুলি সদা স্মরি তারে পাবার আশে থাকি।।

০৬-০৫-২০১৭