আজ এক পসলা বৃষ্টি বয়ে গেছে কেউ জানেনা কারো জানার কথাও নয়,
এ বৃষ্টিতো গা উদোম করা ঘাম ঝরানো গরমের পর আসেনি প্রশান্তি হয়ে।
আসেনি এক মৃতপ্রায় দেহকে সতেজ অনুভূতির দোলা দিতে দমকা হাওয়া নিয়ে,
এ বৃষ্টিতো ঝরেছিলো বহুদিনের জমানো কষ্ট নামক নীল মেঘ বয়ে।।

আজ এক বিষন্ন বিকেল কেঁটে গেছে কেউ দেখেনি চোখ মেলে,
দেখবেইবা কেন এ বিকেলতো রংধনুটায় রাঙা ছিলোনা ছিল শুধু গুমোট ভাব।
আমার স্মৃতির রাস্তায় হেঁটে হেঁটে কাঁটিয়ে দিয়েছি বিকেলটা বড়ই আনমনে,
কেউ দেখেনি আমার চোখ দু'টো ছুঁয়ে কি যে খুঁজে বেড়িয়েছি কোন দূর পানে।।

আজ এক চেনা কবিতার আবৃত্তি করেছি কেউ শোনেনি মনযোগে,
শুনবে কেন এ কবিতায় ছিলোনা কোন ছন্দ যেন এক মাত্রাহীন প্রশ্নের ছুড়াছুড়ি।
সে কবিতায় অবশ্য আমি কোন প্রভাবই রাখতে পারিনি আমার কাব্যানুভূতির,
তবু আমি সে কবিতা আবৃত্তি করেছি একা একা আপন ছন্দ মিশিয়ে বিষাদের।।

আজ এক চেনা কারো গান শুনেছি অজানায় ডুবে আবেগের আঁধারে,
কারো জানবার কথা নয় সে গানের কি সুর অথবা কি প্রকাশ তার।
আজ এক চেনা কারো হাত ছুঁয়েছি স্পর্শহীন কোমলতায়,
সেও জানেনা কতটা যত্নে সে হাত ছুঁয়েছি সুপ্ত প্রেমের আভায়।।

২৫-০১-২০১৬