এ বিশাল ধরার মাঝে গো আমি ক্ষুদ্রের ক্ষুদ্র,
মোরে রেখেছেন বিধাতা বিয়োগের ভাগে'গো।
যতবার ওই যোগের তালেতে মিলায়েছি হতে সর্বপ্রিয়,
বারবার মোরে বিয়োগের ভাটায় টেনে নিয়েছে খড়া'গো।।
মম শিরের উপরিভাগে কোন মুকুট শোভা পায়না,
একমুঠো ধুলার দাগ লেগে রয় ললাটে'গো।
কেহ মোরে ভাবিতে পায়না করে সময় যোগ,
মোর দিকে ভুলে নজর লাগিলে করে গো দর্শন বিয়োগ।।
কাহারেও আমি কহিতে পারিনা এ ব্যথার কথা,
বিয়োগের শোকে লুটায়ে কাঁদি সাক্ষী নির্জনতা।
আমারওতো সাধ জাগে সবার মত করে দেখিতে হাসিতে খেলিতে,
এ আমার আজন্মের পাপ তাই শুধু ভোগি বিয়োগে'গো।।
শুনেছিগো আমি মরা ফুলেতে ছুটে আসেনা প্রজাপতি,
সৌন্দর্য মোর বিয়োগবিধুর তাই কেউ তাকায়না হিয়ার নেত্রে'গো।
আহা!,
আমি যদি ওই পাথরও হতাম দেয়াল বাঁধিতে করিতো মোরে যোগ,
না পারিলেও দেখিতে পাইতাম মানব-মানবীর শান্তি ভোগ; প্রেমময় সংসার!।।
এজগৎ মোরে অভিশাপ করে বারেবারে,
মায়াযোগের কোন স্পর্শ যেন না মোর দেহেতে পরে।
আমি ব্যথিত মনে ডুবি আঁধারে আলোর চরম বিয়োগে'গো,
ঊষা উঠিয়া যায় শাসিয়া তারে যেন না মাখি গাঁয়ে'গো।।
বোবা হয়ে আমি সহিয়া যাই সব পরম সুখের বিয়োগ,
ভাবি শুধু মোর তরে কি বিধাতা ভুবনে করেনি কাহারেও যোগ?।।
২৫-৬-২০১৬