আমাদের বিপ্লব দীর্ঘজীবী হোক-
যতদিন না বেকার ছেলেটিও সফল রূপালি আলোর নিচে দেখে প্রিয়তমার চোখের কাজল,
আমাদের দুঃখবাদী কৃষকের গোলা যতদিন না ভরে উঠে স্থায়ী সুখের ফসলে।
আমাদের ঘরগুলো যতদিন না বাঁধা হয় অভিন্ন প্রেমের আলোয়,
আমাদের পাখিরা ডানা ঝাপটে যতদিন না ভেঙ্গে দেয় সব বিচ্ছিন্ন পরাধীনতার খাঁচা।
বাতাসের আর্দ্রতায় বইয়ের তাকের মতো যতদিন না সেজেগুজে বসে সম্প্রীতির সৌরভ,
আমাদের শাসকের হাতের উষ্ণতায় যতদিন না নেমে আসে বৈষম্যহীন আদর।
যতদিন না আমাদের হারানো বেওয়ারিশ লাশেরা ফিরে অনাগত প্রজন্মের মুখে উচ্ছলতা হয়ে,
ততদিন শহিদের পাঁজরের রক্তে আঁকা পতাকা উড়িয়ে পথে পথে ধ্বনিত হবে একটি স্লোগান-
ইনকিলাব জিন্দাবাদ।
.
২৯/০৮/২০২৪