হে ঈশ্বর, সাঁজাতে পারিনি হৃদয়ের ঘর,
তাই বলে করবে কি আমায় তুমি পর?
এই দেবালয় আমার বিশ্বাস করে ক্ষয়,
জাতের সঙ্গে জাত মেলেনা অজাতেরই জয়।।
হে ঈশ্বর, পারিনি দিতে সর্বপ্রেম তায়,
তাই বলে কি প্রেমহীন করবে আমায়?
এই সংসার ধর্ম মোর স্বাদ করে বন্দী,
মনের সাথে মন মিলেনা হয়না যে তাই সন্ধি।।
হে ঈশ্বর, আমাকে করোনি যদি পাথর,
তবে কেন রস দিয়ে মন করবে নিথর?
হে ঈশ্বর, এই পৃথিবীর এত রং এত গান,
তবে কেন মৃত্যু ডাকে রঙহীনে উড়ায় প্রাণ...?।।
৩০-০১-২০১৭