হে সভ্যতার অভিবাবকেরা!
চাইনা তোমাদের এই সভ্যতা,
আমি চাইনা এই প্রকৃতির কোলাহলের বাইরে যান্ত্রিক কোলাহল।
আমাকে তোমরা ফিরিয়ে দাও সবুজের অরণ্যে ঘেরা মাঠ,
দেখাও আমাকে নদীর বুকে চাঁদের খেলা।।

হে সভ্যতার মিথ্যে যাদুকরেরা! নিয়ে নাও এই যানজট,
আমাকে ফিরিয়ে দাও সেই ঘাস পাহারায় থাকা মেঠোপথ।
যে পথে চলতে লেগে যাবে গায়ে ধান কাউনের দানা,
আমাকে আবার ফিরিয়ে দাও ভোরের পাখির ডানা।।

জাম জারুল অশ্বথ আর কাঁঠালের শাখে হাওয়ার নাঁচ,
ফিরিয়ে দাও বটের ছায়া আমি বড্ড ক্লান্ত আজ।
আমি এই নোংরা শিল্পের নামে চাইনা দেহ প্রদর্শনী,
আমাকে ফিরিয়ে দাও আবার আলতা চুড়িতে সাঁজা পল্লীর রাণী।।

যেখানে নেই আবেগের মূল্য ভালোবাসা আজ কোন,
সেখানে আমি চাই অতীত প্রেমের কাব্য তা বাস্তব হবে যেন।
এই শহরের আকাশ ছোঁয়া দালানের চাকচিক্যের ভীরে,
আমি হারাতে দেবোনা খর ছাউনি হারাতে দেবোনা তারে।।

ফিরিয়ে দাও আমায় সকালের সূর্যের আগে দোয়েলের শিস,
দাও আমায় ফুলে ফুলে উড়া মৌয়ের মধু চাইনা আর এই বিষ।
পারিনা সহিতে আর এই নব সভ্যতার নামে ধ্বংস; বুকে জ্বালা বড় ব্যথা,
ফিরিয়ে দাও আমায় জীবনানন্দের দেখা সেই বনলতা।।

০১-১২-২০১৬