সেখানেই ফিরে এসো, কেটে গেলে পৃথিবীর এই অভিশাপ,
যেখানে কড়ই পাতার ফাঁকে নেমেছিলো বিকেলের রোদ।
যেখানে বিছানো ছিলো সাদা ভাঁট ফুলের শুভ্র মাদুর,
সেখানেই ফিরে এসো, পাবে আমাকে স্থির আগের মতোই।
রাত্রির অন্ধকারে আবার নেমে এলে নবমীর চাঁদ শান্ত পাড়ায়,
ফিরে এসো সেই লাউয়ের মাঁচার পাশে মৃদু পায়ে হেঁটে।
দেখবে সেখানে আলো আঁধারের চাদর জড়িয়ে আমি,
হাতের তালুতে আলতো ধরে থাকা কয়েকটি জোনাকি।।
.
০৭/০৪/২০২০