আজি এই ভরা ফাগুনে ফুঁটিছে কত ফুল মম হৃদ গহীনে কাননে।
শাখে বসি শ্যামা কুকিল মধুবরণেরও গান গাহে আপন মনে।
শুধু এলেনা তুমি তাই আমি আনমনে রচিয়া যাই বিরহের কবিতা,
ছোঁয়া নেই বলে আজও প্রেমের বাহনে কাঁটেনা বুকের জড়তা।।
এ পবনে কত যে প্রেমের সুর বয়ে যায় দিয়ে যায় গহনের দোলা,
কাঁটে শুধু যাতনায় মিশে আমার স্বপন ভাঙ্গনের যেন সব খেলা।
ঐ আকাশেরও পানে তারায় তারায় কত প্রেম দু'নয়ন মম জানে,
আজি এ বসন্ত প্রেম দিনে চাহি তোমারে করিতে আপন গোপনে মনে মনে।।
এক করে রাখা ত্রিশ জোড়া চামেনি রাখিবো আর কত জামিনী?,
শুকায়ে যায় দিন কাল গুনে অপেক্ষা প্রহরের তরে হয়ে উদাসিনী।
এসো আজি এই ক্ষণে মিশি প্রেম ছন্দ বন্ধনে,
দূর হতে ছুঁটে অদৃশ্য দেয়াল টুঁটে এসো ভালোবাসার এই দিনে।।
১৪-০২-২০১৭