এলো রমযান, মাহে রমযান,
পৃথিবী ভাসিয়ে রহমতের তানে।
জাগিয়ে পুলক মনের কোণে,
এলো রমযান, মাহে রমযান।।
মুত্তাক্বী হবার এইতো সময়, এইতো সুযোগ,
নিজেকে গড়ার খোদাকে চেনার, ত্যাগিতে ভোগ।
পায়ে দলে মিথ্যে আর যত তাগুতী ভয়,
এসো করি পণ করবো মোরা ঈমান সাধন, আনবো বিজয়।।
দেখ ওই পশ্চিম অম্বর কোলে,
বাঁকা হাসিতে হেলাল দোলে।
দেয়রে জানান প্রভুর প্রেমের,
এইতো সেরা সময় এলো, রমযান এলো।।
২৭-০৫-২০১৭