আমি চাহিয়া থাকি তৃষ্ণিত আঁখি মেলে তব চঞ্চল আঁখি পানে,
তোমারও হৃদয় গহনের ছোঁয়া কত যে মধুর মোর দু'আঁখি তা জানে।
আমার আকাশ জুড়ি যে সব মেঘেরা করে খেলা,
বিভোর বেলা দেখি তোমারও আকাশে উড়ায় সে সব ভেলা।।
মোর বীণারও ব্যথিত সুর পায়গো তোমায় নহে যেন দূর,
শুধু আমি রহিলাম যোজন প্রান্তে তোমারও ছোঁয়াহীন বিধুর।
যদি ঐ আঁখি জোড়া স্বপনেও বুজে যায় রবোনাগো হায় আর,
প্রাণেরও সংহার হবেগো জেনো মোর দু'আঁখি পানে নামিবে আঁধার।।
২২-০২-২০১৭