দেয়ালের ইটে ইটে আছে সুপ্ত হয়ে এঁটে,
ক্লান্তির ঘাম আর জীবিকার তাগিদে,
পথ খোঁজা চোখের দৃষ্টি; কষ্টের ঝরানো বৃষ্টিজল,
তবুও এই ইটের সীমানায় হয়না তাদের ঠাঁই।।
দূরের পথে মরিচিকার পিছু ছুটে,
জীবনের নিঃশ্বাস সর্ব আকুতিতে ভীড়ে তটে,
ওরা ছোটে ওরা ছোটে,
প্রাতের কুয়াশাকে সাঁঝের লালীমায় মিশিয়ে।।
লাল লাল চোখ জোড়া কতকাল ধরে,
ঘুমায় না; ওই হাত দু'টো কতটা শক্ত!
হৃদয়ের চাওয়াগুলোর দাফন হয় প্রতিদিন,
স্বার্থের সমাজে এরা পরিচয়হীন; উপেক্ষিত।।
জগতের মায়াভরা সাদা রঙের মাঝে সুক্ষ্ম বিন্দু,
এরা দর্পহারী সর্বপোরি; সর্প নয় তবু যেন বিষময়,
হোক যত দেহে ক্ষত নেই ভয় নেই ভয়,
হৃদয়ের মন্দিরে পূঁজো হবে এদের; হবে জেনো জয়।।
০৩-১০-২০১৬