বাজে ঐ শোন ঢোল; বাজে ঐ ঢাক,
মেখে নতুনের রঙে এসেছে বৈশাখ।
বাজে বীণা শোন ভরিয়া পরাণ,
এসেছে ক্ষণ নন্দপ্রাণে গেয়ে যারে গান।।
পবনে একক গন্ধ নতুনের,
শাখে শাখে ফুল জাগরনের।
সুর ছন্দ আহ্বান চির অনুরনন,
চৈত্র বিদায় আজ যৌবনে পণ।।
বোশেখের রঙে গায়ে মেখে সং,
দিলাম আজ বসন্ত তোমায় বিদায়।
এসো নিয়ে সুতোয় বাঁধা প্রেম,
গ্লানি ক্লেশ ভুলে মাতি এসো নতুন মোহনায়।।
১৪-০৪-২০১৭
(সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা)