জ্বলন্ত সূর্যের হৃদপিণ্ড মুখে ঝংকার ধ্বণি আরশ বীণায়,
প্রাণের আর্তনাদে তালে তালে নৃত্য করে যাই অট্টহাসি শুনাই।
বেঁধেছি শিরে কালেমার সবুজ পাগরি এবার,
হবে বিপ্লব ইসলামের সুবাস ছড়াতে ধরায় আবার।।
কামড়ে ছিঁড়ি ওই কাঁটাতার কিসের প্রাচীর কিসের পাহাড়,
নাঙা তলোয়ার হাতে বুকে ঈমানী ত্যাজ সাথে কুরআন খোদার।
বয়ে যায়রে ঝড় তুফান আজ পরে পরে কেন ঘুমাস বেহুশ,
তাকবীর ধ্বণিতে কাঁপে বিশ্ব ওই; বুকেতে বদরের আন নব জোস্।।
১০-০২-২০১৭