অপেক্ষায় রয়েছি আরেকটি বসন্তের,
এবার সত্যিই ঝরে যাবো অথবা ঝরিয়ে দেবো সবটুকু ভালোবাসা।
ফুল হয়ে ঝরে পরায় স্বার্থকতা অাছে,
শুধু নেই কোন বাজে বেজায় অহংকার।।
এবার হঠাৎ করেই ঐ বিশাল আকাশ হয়ে যাবো,
একবার নীল অারেকবার কালো রঙের।
বৃষ্টি ঝরিয়ে হয়ে যাবো একদম সাদা,
পৃথিবীর বুকে কাদামাখা পথের জন্মে আকাশটাই একমাত্র ভরসা।।
স্বচ্ছ কাঁচের মত আমি হয়ে যাবো ঐ আঙিনার জোছনা,
মায়া ছড়িয়ে রাতের পর রাত মোহে আচ্ছাদিত করবো রমণীর কোমল মন।
আঁধারের বুকে প্রেম নেই বলে জোছনা খোঁজে রমণীর প্রতিটি ধমনী,
তাইতো প্রেমের স্পর্শ হবো প্রতিটি ক্ষণে রমণীর মনের সদর দরজার প্রহরী হয়ে।।
কুহেলিকা হয়ে যাবো ঠিক মাঘের ভোর রাতে শান্ত আর সবুজের মত,
সঙ্গিনীকে জড়িয়ে নেবে সে চাঁদরে মুড়িয়ে এইতো বেশ স্বার্থক আমি।
জন্মান্তরের ভালোবাসা ঝেকে বসবে পরাণের গোপন বাসনায়,
ভালোবাসায় আবেগ বাড়াতে কুহেলিকার বড্ড প্রয়োজন আজ।।
নারীর প্রতিবিম্ব হতে হয়ে যাবো নদী,
ঢেউয়ে ঢেউয়ে বয়ে যাবো নগর ছেড়ে গ্রাম।
স্রোত হয়ে ধুয়ে যাবো ব্যথার জঞ্জাল,
নদীর জলে বিশুদ্ধ স্নানোৎসবের আজ বড্ড প্রয়োজন।।
যুবতির মন ভরাতে হয়ে যাবো বাঁশরির সুর,
সেই ছন্দ বন্ধনে বেঁধে দেবো যুবতির প্রতিটি চাওয়া হাওয়ার সুতোয়।
নব প্রেমের ভরা বর্ষায় আবেগের ঘন ঘন নিঃশ্বাসে ভারি হবে দু'জনার মন,
দেহের উষ্ণতায় তাড়িত হবে মনের চাওয়া উদ্দাম ফুর্তিতে।।
০৯-০৬-২০১৭