মোর গল্পেরা সদা ভীরু যেন মহা হুঙ্কারে কাঁপে থরথর,
সময়ে অসময়ে একা একটি ফাঁটল ধরা দেয়ালের সাথে পিষ্ট মোর কবিতার ছন্দ।
মোর জানালায় নেই কোন ফাঁক এতটুকু আলো আসার মত নেই কোন পথ,
ভিতর হতে কোনদিন কেন জানিনা মোর দরজায় পরেছে খিল।।

জীবনের পথে পথহারা আমি একেলা নিশিথে জাগি একাকী প্রহর গুনি,
সুপ্ত মোর আবেগমালা কথা গুলি নিরুপায় আমি নীরব অভিমানে কাঁদি।
প্রতিদিন প্রতিবেশীর আকাশ সাঁজে রঙে রঙে পবনে পুষ্পে গান,
আমার আকাশ রংচটা বড্ড তৃষ্ণিত প্রাণ।।

মোর নেশা ধরে বড্ড নেশা জল ঝরে চোখ দু'টো রক্তিম গোলক হয়ে যায় সান্ত্বনা দেয়না কেউ,
এই পৃথিবীর বুকে ধুলোমাখা মাঠে মোর নেই কোন অধিকার কোন খেলাচ্ছলে হাসার।
আমি পিশাচের সাথে বসতি গড়েছি গল্পের সঙ্গী আমার এক অপয়া,
শুধু ভেসে যাক তোমাদের ভূবণ অনন্ত প্রেমে ডেকোনা'গো আমায় কোন কালে কোনদিন।।

২৫-১১-২০১৬