বালিকার প্রথম প্রেম রক্ত মাংসের দেহে ধুকধুকি বাড়ায়,
সে প্রেম হয় অনঘ ঋত দীর্ঘ অনুভবে মেশা কড়ায় কড়ায়।
আহা বালিকার প্রথম প্রেম প্রাণে জাগায় অমোঘ আকুলতা,
সে প্রেম যাহারে ঢালিবে বালিকা তার ঘুচিবে সকলই ব্যথা।।
বালিকার ক্লান্ত মনের প্রেম সেতো শুধু নিয়মের এক খেলা,
জাগেনা দেহে সেই ধুকধুকি যা জাগে পয়লা প্রহর বেলা।
বালিকা বাঁধে দায়ের হেতু ক্লান্ত দেহের বিশ্রাম লাগি ঘর,
জগৎ-সংসার ত্যাজিবো আজি পেতে বালিকা প্রথম প্রেম তোর।।
০১-০২-২০১৭