আরও একবার আমি ফিরে চাই,
এরপর আর কোন চাওয়া তব পথে নাই।
একটিবার এই শেষবার এই ধরায়,
চাই সেই দিনের মত মিশিতে আলো ছায়ায়।।

আমাকে ফিরিয়ে নয় করো দয়া মোরে,
এসো তুমি সেদিনের মত আরও একবার মোরে ঘিরে।
সেই বকুল কুড়ানো প্রভাত; সেই ক্লান্ত দুপুর,
দাও দেখা; দাও সেই স্বপ্ন; শোনাও গান রাত্রি-প্রহর।।

সেই অনুভূতি দাও বাঁচিবার শত সহস্র কাল,
দাও সেই পবিত্রতা; দাও প্রেম; দাও গোলাপ লাল।
আমার এই অতৃপ্ত আত্মার তরে দাও ভরে,
শিশির সিক্ত দূর্বাঘাস হৃদয়ের পথ জুড়ে।।

বাড়িয়ে দাও দু'হাত প্রসারিত করে,
সেই নৃত্য বহমান ঢেউ চাই অনুভবে সুরে সুরে।
মনের চাহনিতে দেখো; একাকার দাও করে,
নব নব তারার ছড়াছড়ি; দাও বিহগ মুক্ত করে।।

ঝরুক বরষা সেই দিনের মত ঝরুক মেঘ যত,
কোলাহল প্রাণের উন্মাদনা; চাই গাহিতে গান শত।
ও'গো এ চাওয়া মোর হবে নাকি পূর্ণ পুনঃএকবার?,
জাগিবেনা কি ঊষা; সূর্য মুছিবেনা কি আঁধার?।।

আমি আজও আছি তোমার চলে যাওয়ার পথ পানে,
চেয়ে চেয়ে চাতকের মত আছি কত বিরহে; জানে হিয়া জানে।
শুধু একবার দেখা দাও তারপর না হয় যত চাও,
যতকাল ইচ্ছে ভালোবাসা তোমার অন্য কাহারে দাও।।

২৯-১১-২০১৬