আমি অজানা পথে হারিয়ে যাবার পর,
এক অচেনা কাউকে চিনিবে জীবন ভর।
আধারের মাঝে মোর অস্তিত্ব মিশিয়া যাবার পর,
তুমি আলোতে দেখিবে সুখের বৃষ্টি ঝরছে অঝোর।।
আমি শূন্যের মাঝে হইলে একাকার,
কোন নতুন মনের প্রেমময় ডাকে খুলিবে তব দ্বার।
আমি পর জগতে নরকে যাবার ক্ষনে,
তুমি ফুলশয্যায় মিশিবে তাহারো সনে।।
আমি বসন্ত ছাড়িয়া গ্রীষ্মের রোদে হারালে শক্তি বল,
তুমি সেই জনেরে নিজ হাতে বিলাবে মিষ্টি জল।
আমি অথৈই জলে সাঁতরাতে গিয়ে হারালে সবকূল,
তাহারো সাথে একাকার হইতে করিবে শপথ বদ্ধমূল।।
আমি পথভুল করে হারালে মোর ভাঙ্গানীড়,
তুমি তাহারে লয়ে দেখিবে সব স্বপ্ন শান্তির।
বৈশাখী ঝড়ে সব হারায়ে হইব যবে নিঃস্ব,
তোমার চোখে ভাসিবে শুধু তার হাসিভরা দৃশ্য।।
তুমি সত্যি যখন বললে অচেনা এই আমারে,
তবে চেনা ভালোবাসা তুমি শুধু দিও তাহারে।
আমি গাইব যখন করুণ সুরে সর্বহারার গান,
তুমি খাঁটি প্রেম দিয়ে তাহারো তরে উজাড় করিও প্রান।।
১১-০১-২০১৫